হৃতিক রোশান অভিনীত মহেঞ্জো দারোসিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহের শেষ নেই। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে আগ্রহের পারদ আরো চড়তে থাকে।
গতকাল সোমবার রাতে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। আর ইউটিউবে ট্রেইলার প্রকাশের পর তা সাড়া ফেলেছে দর্শকের মাঝে। ২৪ ঘণ্টা না পেরুতেই ১০ লাখের অধিকবার দেখা হয়েছে ট্রেইলারটি।
এপিক অ্যাডভেঞ্চার-রোমান্স ঘরানার সিনেমাটির প্রেক্ষাপট ২৬০০ খ্রিস্টপূর্বে ইন্দো সভ্যতা। সিনেমার গল্প তৈরি হয়েছে শারমান নামের একজন কৃষককে নিয়ে। সে নিজের অতীত জানার জন্য মহেঞ্জো দারো-তে যায় এবং নিজের সম্পর্কে নানা তথ্য খুঁজে বের করে। সেখানে গিয়ে সে সেখানকার শাসকের সঙ্গে বিবাদে লিপ্ত হয়। এ সময় তার পরিচয় হয় চানি নামের এক নারীর সঙ্গে।
মহেঞ্জো দারো সিনেমাটির পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর। সিনেমাটির প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং সুনিতা এ গোয়াড়িকর।
সিনেমাটি তৈরির জন্য তিন বছরের অধিক সময় ধরে সব আয়োজন সম্পন্ন করেছেন পরিচালক। ইন্দো সভ্যতা আবিষ্কারের ওপর নথি রয়েছে এমন একজন পুরাতত্ত্ববিদের সাহায্যও নিয়েছেন তিনি।
সিনেমায় শারমান চরিত্রে অভিনয় করেছন হৃতিক রোশান। প্রধান নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। এ ছাড়া রয়েছেন কবির বেদি, অরুণদয় সিং। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত রুস্তম সিনেমাটি।
ট্রেলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=UPZ5FKEB02I
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment