চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন সোমবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৮ আগস্ট সকাল ১০টায় গণভবনে সব শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
গত ৩ এপ্রিল থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ৯ জুন। ১১-২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এবছর এ পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ফোন, হাতঘড়িসহ যেকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি এই এবারই প্রথম শিক্ষকদেরও স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল শিক্ষা প্রশাসন।
এবার প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হয়। উভয় পরীক্ষার মাঝে ১০ মিনিটের বিরতি রাখা হয়েছিল।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
সারাদেশে ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪৫২টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদেশে সাতটি কেন্দ্রে ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
নতুন ছয়টি বিষয়ের ১১টি পত্রে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় এ বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment