রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন দেশটির নেতা অং সান সু চি। নোবেল জয়ী এই নেতা ও তার সরকারের সমালোচনা করছেন জাতিসংঘ ও মুসলিম রাষ্ট্র প্রধানরা। ইতোমধ্যে মালদ্বীপ মিয়ানমারের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
মিয়ানমারে জাতিসংঘের বিশেষ রিপোটিয়ার ইয়াঙ্গি লি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সুরক্ষা দিতে না পারায় সু চি’র সমালোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন। মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার এক টুইটে উল্লেখ করেছেন, মিয়ানমারে রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছেন।
মালদ্বীপ জানিয়েছে, মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা না পর্যন্ত দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে। বিশ্বের সবচেয়ে মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি রবিবার চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মিয়ানমার গেছেন।
আরেক নোবেল জয়ী মালালা ইউসুফজাই রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন সু চির দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment