মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান।
জাল বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে মো. হোসাইন (৩৫) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এসময় তার কাছ থেকে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বলেন, মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।'
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment