আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি, এ যুগে নানা রকম আবিষ্কারের খবর পাচ্ছি আমরা। দিন দিন খোঁজ পাওয়া যাচ্ছে বা আবিষ্কার হচ্ছে অনেক কিছুই। এখন অনুসন্ধানের ফল হিসাবে সম্প্রতি কানাডায় পুরানো পানির সন্ধান পাওয়া গিয়েছে। এতে বিজ্ঞানীরা ধারণা করছে যে, এটিই পৃথিবীর প্রাচীনতম পানি। এটির বয়স আনুমানিক দেড়’শ কোটি বছর হতে পারে।
এই দেড়’শ বছরের পানি পাওয়ার পিছনে ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও কানাডার দুটি ইউনিভার্সিটির গবেষকরা যৌথ এবং গভীরভাবে গবেষণা চালাচ্ছে। তাদের গবেষণায় কানাডার অন্টারিওতের এক খনিতে এই পানি পাওয়া গিয়েছে। পানি কত বছরের পুরানো তা নির্ণয় করার জন্য ‘ডেট টেকনিক’ নামে একটি প্রযু্ক্তি ব্যবহার করা হয়েছে। এই পানি মূলত ভূপৃষ্ঠের দেড় মাইল গভীর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এই পানিতে প্রাণ আছে কিনা তার তথ্য খুজে বের করতে এখন পর্যন্ত গবেষণা অব্যাহত রয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment