সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা -এনডিএফ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 24, 2014

সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা -এনডিএফ !!!!!

আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে দেশব্যাপী  মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে আসা এই নেতা আজ সোমবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তা না হলে মঙ্গলবার হরতালের কর্মসূচি ঘোষণা করেন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান নীলু ২০ দলীয় জোট ছেড়ে এসে এনডিএফ গঠনের পর এটাই তাদের প্রথম বড় কোনো কর্মসূচি।

এর আগে নিউ ইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির এক আলোচনা সভায় পবিত্র হজ এবং তাবলীগ জামায়াত নিয়ে আপত্তিকর বক্তব্য দেন লতিফ সিদ্দিকী। মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো লতিফ সিদ্দিকী রবিবার রাতে দেশে ফেরার পর হেফাজতে ইসলামও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এ জন্য সরকারকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে হেফাজত ঘোষণা দিয়েছে, এর মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল হবে।

দীর্ঘদিন ভারতে থাকার পরে রোববার রাত ৮টা ৪০ মিনিটে তিনি দেশে ফেরেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। এমনকি আজ সংসদেও তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

পদচ্যুত এই মন্ত্রী দেশে ফেরার পর কোথায় রয়েছেন, তা অজানা। মামলায় আগাম জামিন চাইতে তিনি হাই কোর্টে যাবেন বলে সোমবার গুঞ্জন ছড়ালেও তাকে আদালত এলাকায় দেখা যায়নি। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী। এর ব্যাখ্যায় তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ হজে যাওয়ায় দেশের অর্থ আর শ্রম শক্তির অপচয় হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্যের এই বক্তব্য প্রচার হলে সমালোচনার মধ্যে পড়ে আওয়ামী লীগও। এরপর মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ বহিষ্কারও করে তাঁকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here