ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জি.এন.এল.এ) সংগঠনের বৃহত্তর ময়মনসিংহের নেতা প্রদীপ সাংমাকে গত রবিবার দুপুরে ৯০ হাজার ভারতীয় মুদ্রাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ এই তথ্য জানিয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে প্রদীপ সাংমা নামে এই নাগরিক ভারতীয় গারো ন্যাশনাল লিবারেশন আর্মি নামের এক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য বলে সনাক্ত করা হয়েছে। তাকে ময়মনসিংহ শহরতলী চুকাইতলা এলাকা থেকে ৯০ হাজার ভারতীয় মুদ্রাসহ আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মলয় চক্রবর্তী জানান, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার মোবাইল ট্রাকিং করতে গিয়ে তার নম্বর বার বার আমাদের ট্র্যাকিংয়ে চলে আসে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে ৯০ হাজার ভারতীয় মুদ্রা ও বিভিন্ন সংস্থার আইডি কার্ডসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত প্রদীপ সাংমা বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জি এন এল এ)সংগঠনের নেতাকর্মীর কাছে অস্ত্র সরবরাহের কাজ করে। তাকে ডিবি কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
No comments:
Post a Comment