লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতি লাগবে না !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 24, 2014

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতি লাগবে না !!!!!

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ সংসদ সদস্যপদ থাকায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতি প্রয়োজন বলে আলোচনা থাকলেও তার দরকার নেই বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার শিরীন শারমিন আজ সোমবার সংসদ অধিবেশন শুরুর আগ মুহূর্তে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, সংসদ চত্বরের বাইরে থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই।

সংসদ চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতির বিষয়ে কার্যপ্রণালী বিধিতে সুস্পষ্ট বিধি রয়েছে। তবে সংসদ চলার সময় কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করার বিষয়ে আইনের বিধান রয়েছে, সেটি একজন সংসদ সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে, স্পিকারের অনুমতি ব্যতিরেকে সংসদের সীমার মধ্যে কাহাকেও গ্রেপ্তার করা হইবে না।

সংসদ সীমার ব্যাখ্যায় বলা হয়েছে, সংসদ-কক্ষ, লবি, গ্যালারি এবং সাময়িকভাবে স্পিকার কর্তৃক নির্ধারিত স্থানসমূহ।

কার্যপ্রণালী আরো বলা হয়েছে, কোনো সদস্য ফৌজদারি অভিযোগে বা অপরাধে গ্রেপ্তার হইলে কিংবা কোনো আদালত কর্তৃক কারাদণ্ডে দণ্ডিত হইলে বা কোনো নির্বাহী আদেশক্রমে আটক হইলে ক্ষেত্রমত গ্রেপ্তারকারী বা দণ্ডদানকারী বা আটককারী কর্তৃপক্ষ বা জজ বা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কর্তৃপক্ষ তৃতীয় তফসিলে প্রদত্ত যথাযথ ফরমে অনুরূপ গ্রেপ্তার, দণ্ডাজ্ঞা বা আটকের কারণ বর্ণনাপূর্বক অবিলম্বে অনুরূপ ঘটনা স্পিকারকে জানাইবেন।

মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হলেও এখনও দশম সংসদের সদস্য রয়েছেন। দশম সংসদের চতুর্থ অধিবেশন বর্তমানে চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here