হার দিয়ে লিগ শুরু করা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অষ্টম রাউন্ডে রূপগঞ্জকে ৯৫ রানে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের পর হেরেই চলেছে রূপগঞ্জ।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান করে প্রাইম ব্যাংক।
সৈকত আলী (২৭), ব্রেন্ডন টেইলর (২৩) ও সৌম্য সরকারের প্রচেষ্টার পরও ৩০তম ওভারে ১০৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক।
সেখান থেকে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব শুভাগত হোম চৌধুরী (৪৬), নুরুল হাসান (৪১), তাইবুর পারভেজ (৩৯) ও ফরহাদ রেজার (৩২)।
রূপগঞ্জের আল-আমিন জুনিয়র ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন।
জবাবে ৩৯ ওভার ১ বলে ১৪৮ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।
সর্বোচ্চ ৫৩ রান করেন জহুরুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে রায়ান টেন ডেসকাটের ব্যাট থেকে। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি শিরোপাধারী দলটি।
সাকিব একটি চার ও ছক্কার সাহায্যে ৬ বলে করেন ১১ রান।
প্রাইম ব্যাংকের তাইজুল ৪ উইকেট নেন ৩২ রানে। শুভাগত ২ উইকেট নেন ৭ রানে। ঝড়ো ইনিংস খেলার পর ২৮ রান দিয়ে অলক কাপালী ও সাকিবের উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন অলরাউন্ডার ফরহাদ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment