আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার নজির দেখালেন বাংলাদেশের সাকিব আল হাসান। পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে ২০ ওভারি ক্রিকেটের সেরা অলরাউন্ড পারফরমার নির্বাচিত হন দেশসেরা ক্রিকেটার।টি-টোয়েন্টি অলরাউন্ডারের র্যাংকিংয়ে ৩৭৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উঠে এসেছেন সাকিব।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের ঝুলিতে রয়েছে ৩৬৪ পয়েন্ট। যা সাকিবের থেকে ১৪ কম। এরপর তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, চারে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, পাঁচে ভারতের যুবরাজ সিং, ছয়ে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, সাতে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, আটে দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, নয়ে আয়ারল্যান্ডের পল স্টারলিং এবং দশে উইন্ডিজের আরেক তারকা ডোয়াইন ব্রাভো।
শুধু কী টি-টোয়েন্টি, সাকিবের অলরাউন্ড রাজত্ব রয়েছে সাদা পোশাকের টেস্ট ক্রিকেটেও। আইসিসির টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড়ের নামও অভিন্ন। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে টি-টোয়েন্টির থেকেও বেশি রেটিং সাকিবের। টেস্টে ৩৯৮ রেটিং নিয়ে সবার ওপরে টাইগার ক্রিকেটার। সেখানে সাকিবের পরে দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দন অশ্বিন এবং তিনে দক্ষিণ আফ্রিকার ভেরন ফিলান্ডার। অন্যদিকে ওয়ানডেতে ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থানে সাকিব।
গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহিমের ভেরিফাইড পেজে জানানো হয়, টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন সাকিব। বাদ যাননি খোদ সাকিবও। নিজের ফেসবুক পেজে একটি ছবিসহ টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের স্থান দখলের সংবাদ ভক্ত ও অনুসারীদের জানান ওয়ানডেতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment