ইমসো’র মহাসচিব নির্বাচনে জয়ী বাংলাদেশ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 7, 2014

ইমসো’র মহাসচিব নির্বাচনে জয়ী বাংলাদেশ !!!!!



ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন (ইমসো) নির্বাচনে মহাসচিব পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গনাইজেশন (আইএমও) এর আওতাধীন প্রতিষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ প্রতিনিধি বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ক্যাপ্টেন মঈন আহমেদ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । গত ২৭ নভেম্বর লন্ডনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ইমসো একটি আন্ত:রাষ্ট্রীয় সংস্থা। যা ১৯৭৭ সাল থেকে যাত্রা শুরু করে। ইমসো মূলত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দুর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান কাজের সমন্বয় করে থাকে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে ইমসোর সদস্য। ইমসোর বর্তমান সদস্য সংখ্যা ৯৯। মহাসচিব পদে ইমসোর ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, ইটালী ও রোমারিয়াসহ মোট ৫টি দেশ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

মোট ৪টি পর্যায়ে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোট পায়। ৪ বছরের জন্য চূড়ান্তভাবে ইমসোর মহাপরিচালক নির্বাচিত হন। যা আগামী বছর ১৫ এপ্রিল থেকে কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান।

এ সময় নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদী, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ নৌমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here