বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর অযৌক্তিক প্রস্তাব বাতিল না করা হলে আগামি ১৮ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
এসময় তিনি বলেন, ‘সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি ১২২ শতাংশ হারে আবাসিক গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হলে সবকিছুর দাম বেড়ে যাবে। এতে করে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে কয়েকগুণ। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প কারখানায় যেসব পণ্য উৎপাদিত হবে তা আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দীতা করতে ব্যর্থ হবে।’
সাকি আরো বলেন, ‘সরকার লুটেরা ব্যবসায়ীদের দালালে পরিণত হয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তই তার প্রমাণ। সরকার সেবাখাতগুলোকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছে। এ খাতগুলোর সঙ্কট দূর না করে সরকার লুটপাটে মত্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন মনে করছে না। আর এ জন্য সরকার বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর মতো গণ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।’
গ্যাস-বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে হরতালের মতো কর্মসূচি দেয়ারও হুমকি দেন সাকি।
গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারী সংহতি আন্দোলনের সমন্বয়ক তাসলিম আখতার, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মনির, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন রুবেল প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment