ভারতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন। সোমবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান। তিনি বলেন, ‘জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের জন্য ভারতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেই আমাদের বেশি পছন্দ।’
তবে ঠিক কবে থেকে সাবেক ভারত অধিনায়ক মুশফিকদের ব্যাটিং পরামর্শ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সেটা জানাতে পারেননি বিসিবি সভাপতি। বিশ্বকাপের আগেই সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সৌরভের সঙ্গে কথা বলেছি এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে বিশ্বকাপের আগে হচ্ছে না এটা নিশ্চিত। বিশ্বকাপের পরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হতে পারেন।’
সৌরভ নিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হতে আগ্রহী কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলেছি। তিনি নিজেও বাংলাদেশ দলের ব্যাটিং পরার্শক হতে আগ্রহী। তার আগ্রহের কারণেই বিসিবও তাকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক করতে চায়।’
উল্লেখ্য’ গত মার্চ-এপ্রিলে আইসিসি টি২০ বিশ্বকাপে বাংলাদেশে ধারাভাষ্য দিতে এসে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে প্রস্তাব পলে ভেবে দেখবেন বলে জানান সৌরভ। তবে নিয়মিত কোচ হিসেবে দায়িত্ব রাজি নন তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment