যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক কনস্টেবলকে পিটুনি দিয়েছে মোটর শ্রমিকরা। এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
তবে পুলিশের দাবি, চাঁদাবাজি নয়; ট্রাকের ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় রাতে মোটরওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক রফিকুল ইসলামের কাছ থেকে জোর করে পনের হাজার টাকা ছিনিয়ে নেয় কনসটেবল আমিনুল ইসলাম। খবর পেয়ে মোটরওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে পিটুনি দেয়।
এঘটনায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ওসি ইনামুল হক বলেন, চাঁদাবাজি কিংবা গণপিটুনির বিষয়টি সঠিক নয়। উপশহর এলাকায় একজন কনস্টেবল চায়ের দোকানে বসেছিলেন। এসময় ট্রাক ড্রাইভার সেখানে তাকে ধাক্কা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে মোটরওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়ে মীমাংসা করে দিয়েছেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment