এক সময়ের রাজনৈতিক গুরু কিন্তু এখনকার প্রতিপক্ষ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে সড়কের নামকরণ করার ঘোষণা দিলেন মেয়র মনজুর আলম।
বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও থানা কমান্ডের সঙ্গে মতবিনিময় কালে এ ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, ‘বিগত ১৭ বছরের সাবেক সিটি মেয়র একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আগ্রাবাদ এক্সেস রোড বাস্তবায়ন করেছেন। বাদামতল থেকে পোর্ট কানেকটিং রোড পর্যন্ত আগ্রাবাদ এক্সেস রোডের নামকরণ করা হবে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।’
সিটি মেয়র আরো বলেন, ‘৪৪তম মহান বিজয় দিবসে নগরীর আরেফিন নগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।’
তিনি মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘একশ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের নিজ গৃহের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে।’
ঈদগা কাঁচা রাস্তার চৌরাস্তায় মুক্তিযোদ্ধা স্মরণী নির্মাণ করারও ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ‘হালিশহর সড়কটিকে ‘মুক্তিযোদ্ধাদের সড়ক’ নামকরণ করা হবে। সিটি করপোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তান ও এক জন নাতি-নাতনিকে অবৈতনিক শিক্ষার সুযোগ দেয়া হবে।’
এছাড়া, সিটি করপোরেশনের উদ্যোগে নগরের ৩শ জন মুক্তিযোদ্ধার জন্য আবাসন গড়ে তোলা হবে। ৪১টি ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন সিটি মেয়র মনজুর আলম।
দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও থানা কমান্ডের মতবিনিময় সভায় কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, জহর লাল হাজারী, মোহাম্মদ তৈয়ব, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, ইউনিট কমান্ডের কমান্ডার ও ডেপুটি কমান্ডারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment