২০১৪ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন নোয়াখালীর তারেক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 3, 2015

২০১৪ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন নোয়াখালীর তারেক !!!!!


২০১৪ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ নির্বাচিত হলেন নোয়াখালির তারেক। এবার এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশ নিয়েছিলো ৬৫ হাজার প্রতিযোগী। দীর্ঘ আটমাস লড়াইয়ের পর চূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে ফিজআপ চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ফাইভ-এর চ্যাম্পিয়ন হলেন

নোয়াখালির আবদুল আওয়াল চৌধুরী তারেক। কাতারের রাজধানীতে অবস্থিত দোহার আল আরাবী স্টেডিয়ামে প্রায় চল্লিশ হাজার দর্শকের উপস্থিতিতে ২ জানুয়ারি সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স আর বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে এই প্রতিযোগী। প্রথম রানারআপ হয়েছেন চট্টগ্রামের প্রান্ত এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন (যৌথভাবে) চট্টগ্রামের নাবিলা ও মুন্সিগঞ্জের হৃদয়।

পুরস্কার হিসেবে তাদেরকে দেয়া হয়েছে দুই লক্ষ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গ্লোব সফট ড্রিংকস লি.-এর চেয়ারম্যান হারুন উর রশীদ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু ও রিয়াজ আহমেদ খান, বাংলাদেশস্থ কাতারের রাষ্ট্রদূত মাসুদ হাসান খন্দকার ও বাংলাদেশ কালচাররাল সোসাইটির প্রেসিডেন্ট ওয়াহিদ ভূঁইয়া।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সেরাকণ্ঠ সিজন ফাইভ-এর  প্রধান চার বিচারক- শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু।

এই জমকালো মহাউৎসবে বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন, ফেয়ার এন্ড হ্যান্ডসাম আজাদ, লাক্স চ্যানেল আই সুপার ষ্টার নাদিয়া, সেরাকণ্ঠের ঝিলিক, ক্ষুদে গানরাজের ঝুমা, মডেল নুসরাত ফারিয়া, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ফাহমিদা নবী, কনা, চিত্রনায়ক ইমন মডেল মিম, চঞ্চল চৌধুরী, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, পারভিন সুলতানা দিতি, চিত্রনায়িকা রেসি, এস আই টুটুল, বিদ্যা সিনহা মীম, হ্যান্ডসাম দি আল্টিমেটম্যান সাজ্জাদ, আইয়ুব বাচ্চু, আবিদা সুলতানা, রফিকুল আলম, চিত্রনায়িকা মাহি, চিত্রনায়ক বাপ্পি, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরেফিন শুভ। অনুুষ্ঠান উপস্থাপনা করেন সিজিল মির্জা। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here