অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ৭ জানুয়ারি। তবে তার তিনদিন আগেই, রোববার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, রোববার দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই বিশ্বকাপে খেলতে যাওয়া সৌভাগ্যবান ১৫ বাংলাদেশীর নাম ঘোষণা করবে ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এ সময় উপস্থিত থাকবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও।
বিশ্বকাপের জন্য অধিনায়ক আগেই নির্ধারণ করা হয়ে গেছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী হিসেবে থাকবেন সাকিব আল হাসান।
ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফির পারফরম্যান্স জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই পরখ করা হয়ে গেছে। ডিসেম্বরে শেষ হওয়া এই সিরিজটিতে যে দলটি খেলেছে, তাতে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবুও ওই সিরিজের পর চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জমজমাট লড়াই। এখান থেকেও দু’একজন পারফরমার সুযোগ পেয়ে যেতে পারেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে।
১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইসিসির নিয়ামানুযায়ী ৭ জানুয়ারির মধ্যে প্রতিটি দলেরই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দল
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাসির হোসেন, জিয়াউর রহমান, মুমিনুল হক, শামসুর রহমান, এনামুল হক, ইলিয়াস সানি, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুকতার আলী, আবুল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, মার্শাল আইয়ূব, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ শহীদ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment