ব্রাজিলের এখন সবচেয়ে বড় তারকা কে? চোখ বন্ধ করে যে কেউ বলে দেবেন নেইমারের নাম। ব্রাজিলিয়ানদের কাছেও একই অবস্থা। নিজেদের দেশেই তাই সেরা ফুটবলার নির্বাচিত হলেন বার্সেলোনা তারকা।
ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের নিয়েই আয়োজন করা হয় সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড। তাদের মধ্য থেকেই সেরার পুরস্কার এবার জিতে নিলেন বার্সা তারকা নেইমার। প্রথমবারের মতো ‘সাম্বা গোল্ড’ পুরস্কারটি জিতলেন এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা এবং জনপ্রিয় ফুটবলারটি। পুরস্কারটি জিততে ২৯.২ শতাংশ ভোট পান ব্রাজিল অধিনায়ক নেইমার।
সমর্থক, সাংবাদিক এবং ব্রাজিলের সাবেক খেলোয়াড়দের প্যানেলের মধ্যে ভোটাভুটিতে নির্ধারণ করা হয় সাম্বা গোল্ড অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ফুটবলারটিকে। গত তিনবার সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ফরাসি ক্লাব পিএসজি’র ডিফেন্ডার ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা।
এবারের মোট ১ লক্ষ ৮০ হাজার ফুটবলপ্রেমী অনলাইনে ভোট দেন, এই পুরস্কারে যেটা এ পর্যন্ত একটা রেকর্ডও বটে। সাংবাদিকদের ভোট পেয়েছেন ৪১.৪১ ভাগ আর সাবেক খেলোয়াড়দের ভোট পেয়েছেন ৩৯৩৯ ভাগ। আগামী ফেব্র“য়ারি মাসে বার্সেলোনাতে নেইমারের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
গত মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া নেইমার নতুন ক্লাবের হয়ে তেমন আশানুরূপ খেলতে না পারলেও এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন তিনি। কাতালুনিয়া দলটির হয়ে এবার ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ১১টি গোল করেন ২২ বছর বয়সী এই সাম্বা তারকা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment