২,৫৫০ টাকায় থ্রি-জি স্মার্টফোন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 2, 2015

২,৫৫০ টাকায় থ্রি-জি স্মার্টফোন !!!!!


২ হাজার ৫শ’ ৫০ টাকায় থ্রি-জি ফোন! এত সস্তায় মোবাইল বহুজাতিক কোনো কোম্পানি দিতে না পারলেও বাংলাদেশে প্রথম দিচ্ছে দেশীয় কোম্পানি ‘ওকে মোবাইল’।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৪৬ নম্বর প্যাভেলিয়নে ওকে মোবাইল সস্তায় এ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিচ্ছে।

‘আমার নয় আমাদের ফোন’ স্লোগানে গত চারমাস আগে বাংলাদেশ-আমেরিকা যৌথভাবে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ দেশীয় ফোন ‘ওকে মোবাইল’।

ক্রেতাদের সুবিধার্থে মেলায় ছয়টি মডেলের মোবাইল ফোন অত্যন্ত সস্তায় দিচ্ছে বলে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানিয়েছেন ওকে মোবাইলের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম।

তিনি জানান, কে-৫, কে-৬, এম-২, এম-১০, এম-৭ ও জুপিটার জেড-৭ এ ছয়টি মোবাইল ফোন মেলায় থাকবে। এসব ফোন অন্য কোম্পানির টেকনোলজি থেকে সম্পূর্ণ ভিন্ন।

জসিমুল জানান, জুপিটার জেড-৭ মোবাইল ফোন আমরা মেলায় ২০ হাজার টাকায় দিলেও অন্য কোম্পানি থেকে কিনতে গেলে একই প্রযুক্তির ফোনে ৫০ হাজার টাকা লাগবে।

তিনি জানান, সব মোবাইলে জিপিএস সুবিধা না থাকলেও আমাদের সব মোবাইল ফোনে জিপিএস সুবিধা থাকছে।

তিনি জানান, আমাদের দেশে ১২ কোটি মোবাইল ব্যবহারকারী থাকলেও মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী থ্রি-জি ব্যবহার করেন। মোবাইল ফোনের দাম বেশি বলে প্রযুক্তির ছোঁয়া সবার কাছে পৌঁছানো সম্ভব হয়। ওকে মোবাইলের সব ফোনে সহজে থ্রিজি ব্যবহার করা যাবে।

মোবাইল ব্যবহারকারীরা এখন তো বলে আমার ফোন, কারণ এসব ফোন দেশীয় নয়। কিন্তু সস্তায় ওকে কোম্পানির ফোন পেয়ে তারা দেশের বাইরে গিয়ে যেন বলতে পারে আমার নয়, আমাদের ফোন সে লক্ষ্য নিয়ে ওকে মোবাইল এগিয়ে যাচ্ছে বলে জানান জসিমুল।

তিনি আরও জানান, ওকে মোবাইল আগামী ২৬ মার্চে উদ্বোধন করবে আরও ১৮টি মডেলের ফোন ও সাড়ে তিন ইঞ্চি ‘ওকে স্কোপ’ নামে একটি মোবাইল ফোন টিভি।

আমেরিকা ও জার্মানি থেকে মোবাইল প্রযুক্তি কিনে নিয়েছে ওকে মোবাইল। আগামী ফেব্রুয়ারি থেকে গাজীপুরের নিজস্ব কারখানায় এসব মোবাইল ফোন তৈরি করা হবে।

দেশে ৬০ শতাংশ যন্ত্রাংশ তৈরির মাধ্যমে মোবাইল তৈরি একমাত্র ওকে মোবাইল করেছে। সস্তা ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এসব ফোন ক্রেতাদের আকৃষ্ট করবে বলে তার বিশ্বাস।

কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মজিবুর রহমান সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, দেশীয় মোবাইল প্রযুক্তি নির্ভর। অত্যন্ত নির্ভরতার সঙ্গে সস্তায় এসব ফোন আমরা ক্রেতাদের দেবো।

আমাদের লক্ষ্য শুধু মোবাইল বিক্রি নয়, যাতে সস্তায় ও সহজে সব মানুষ প্রযুক্তির ছোঁয়া পেতে পারে- সেটি। দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here