বিশ্ব ইজতেমার জন্য অবরোধ কর্মসুচী স্থগিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
ইজতেমায় আগত দেশ-বিদেশের মুসল্লীরা যেন কোন প্রকার বিড়ম্বনায় না পড়েন সে জন্য ইজতেমা পর্যন্ত অবরোধ কর্মসুচী স্থগিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার রাতে ইসলামী আন্দোলনের এক বিবৃতিতে চরমোনাই পীর এ আহবান জানান।
চরমোনাই পীর বলেন, বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে রওয়ানা হয়ে গেছে। বিশ্ব ইজতেমায় আসা দেশ-বিদেশের মুসল্লীদের সুবিধার্থে অবরোধ কর্মসুচী প্রত্যাহার বা স্থগিত করুন। যাতে করে নির্বিঘ্নে মুসল্লীরা ইজতেমায় বয়ান শোনাসহ সব কাজ করার সুযোগ পান।
অবরোধ কর্মসুচী স্থগিত বা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব ইজতেমায় পথভোলা মানুষ দীনের পথের সন্ধান নিয়ে আলোকিত জীবন গড়ার জন্য বাকী সময়টুকু কাজে লাগিয়ে থাকেন। অনেক মানুষ এর মাধ্যমে নামাজ-রোজাসহ প্রয়োজনীয় দীনি তালিম পেয়ে থাকেন। কাজেই হেদায়েতের আলোকবর্তিকা বিশ্ব ইজতেমা সফল করা সবার জন্য একান্ত কর্তব্য ও দায়িত্ব।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment