র‌্যাবকে হাইটেক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 8, 2015

র‌্যাবকে হাইটেক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে !!!!!


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ বাহিনীতে পরিণত করার অঙ্গীকার করেছেন বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘র‌্যাবকে পুনর্গঠন করে হাইটেক বাহিনীতে পরিণত করা হবে। জঙ্গি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ প্রতিরোধে কাজ করাই হবে র‌্যাবের প্রধান লক্ষ্য।’

বুধবার দায়িত্ব গ্রহণের পর দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পরে তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ বলেন, ‘র‌্যাব শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। র‌্যাবের ওপর সাধারণ মানুষের আস্থা আগের চেয়ে অনেক বেড়েছে। র‌্যাব এখন সন্ত্রাস-জঙ্গি দমনসহ বিভিন্ন কাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। প্রথমে দেখা হবে, র‌্যাবের সক্ষমতা কতটুকু তারপর নতুন প্রযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। র‌্যাবকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়তার সাথে কাজ করা হবে।’

র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি না জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ‘এক শ্রেণীর রাজনীতিবিদ রাজনীতির স্বার্থেই সবকিছুতে রাজনীতি খোঁজেন। তাদের কথায় কান না দিয়ে র‌্যাব নিজের কাজটাই করে যাবে।’

র‌্যাবের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, ডিআইজি আফতাব উদ্দিন আহমেদ ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামন্ডার মাহমুদ খানসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here