‘১৩০ এর অধিক যে মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, এই প্রত্যেকটা খুন বেগম জিয়ার নির্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড। বেগম জিয়ার নামে এই ১৩০ এর অধিক খুনের মামলা তৈরি হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত তাদের কাজ করবে।
বেগম খালেদা জিয়া কোন মামলা থেকেই রেহায় পাচ্ছেন না। এই নির্বাচনের সুযোগ নিয়ে উনি দম ফেলার কৌশল নিয়েছেন। তবে মানুষ পুড়িয়ে হত্যার মামলা থেকে উনি রেহায় পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে আগুন সন্ত্রাসীরা থাকবে না।’
শুক্রবার সকালে কুষ্টিয়া সর্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ সিটি করপোরেশন নির্বাচনে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে হালাল করার পথ হিসেবে ব্যবহার করছেন। নির্বাচনকে সামনে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মেখেছেন, ফলে ভোটার সাধারণকে তিনি এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন কমিশন সকল প্রার্থীদের ক্ষেত্রে সমান সুযোগ দেবে, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের রেহায় দেবে না সরকার।’
পরে মন্ত্রী মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বর্ণকিশোরী অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment