যুবসমাজই একটি দেশের চালিকা শক্তি দাবি করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশে এখন ওয়ান-টু রাজনীতির খেলা চলছে। রাতারাতি যে কেউ নেতা হয়ে যাচ্ছে। অনেকেই আগে ব্যবসায়ী ছিল। কোনো দলে যোগ দিয়ে রাতারাতি এমপি কিংবা মেয়র হওয়ার স্বপ্ন দেখছে। আর প্রধান দুই দলের শীর্ষ নেতারাও তাই মেনে নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ৩২তম যুব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জু বলেন, সিটি করপোরেশন নির্বাচনে হঠাৎ করে ঘোষণা এলো আনিসুল হক প্রার্থী হবেন। দল হিসেবে আওয়ামী লীগও তাই মেনে নিলো। তার মানে দলে কি আর সংগ্রামী, ত্যাগী ও সৎ কোনো নেতা ছিলেন না। বিএনপিতেও একই দশা। মঞ্জুর আলমকে তারা সাপোর্ট করেছেন। আগে আমরা রাজনীতি করেছি সংগ্রাম করে। অনেক কষ্টে দলে পদ-পদবী হতো। আর এখন আঙ্গুলের ইশারায় রাতারাতি পদ-পদবী মেলে। তাই দেশে এখন ওয়ান টু রাজনীতির খেলা চলছে।
তিনি আরো বলেন, বর্তমানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা সুস্থ রাজনীতি চর্চার পরিবর্তে ক্লাবে কেরাম খেলছে। মাদক গ্রহণ করছে। ফলে তারা নষ্ট হয়ে যাচ্ছে।
জেপির আরেক নেতা রুহুল আমিন এমপি বলেন, পার্টিকে শক্তিশালী করতে হলে সাংগাঠনিক কার্যক্রম বাড়াতে হবে। ইলেকশনের দিন আমাকে অন্যায়ভাবে পরাজিত করা হলেও পরে আমরা জিতেছি। তাই দেশের প্রত্যেক জায়গায় সংগঠন থাকতে হবে।
যুবসংহতির সভাপতি এমএ কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপনসহ যুবসংহতির নেতৃবৃন্দ ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment