২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার স্থান দখল করবে মুসলিম সম্প্রদায়। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এ বিষয়ে গবেষণা করেছে পেউ রিসার্চ সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
হিন্দু বা খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে একইহারে হলেও মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলেও গবেষণায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি ও খ্রিস্টানদের ২১৭ কোটি। তবে ২০৫০ সাল নাগাদ খ্রিস্টান জনসংখ্যার একেবারে কাছাকাছি চলে আসবে মুসলিমরা। ওই সময় খ্রিস্টানদের যেখানে ২৯০ কোটি জনসংখ্যা হবে সেখানে মুসলিমদের দাঁড়াবে ২৮০ কোটির কাছাকাছি।
আর এরকম ধারাবাহিকতা চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা হবে মুসলিম সম্প্রদায়ের।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment