মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এখনো বাজারে ছাড়েনি। শোনা যাচ্ছে এই গ্রীষ্মে ১১১ ভাষায় আসছে এটি। উইন্ডোজ বাজারে না এলেও এটির নতুন দুইটি আপডেট বের হওয়ার গুঞ্জন রটেছে। আপডেট দুইটির কোড নেম ‘রেডস্টোন।’
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নিওউইন জানিয়েছে, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ আপডেটের কাজ চলছে। পর পর দুইটি আপডেট বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের জুন এবং অক্টোবর মাসে উইন্ডোজ ১০ এর জন্য আপডেট দুইটি অবমুক্ত করা হবে।
আরেক প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট জেডনেট বলছে, আপডেট দুটোতে উইন্ডোজের নিরাপত্তার বিষয়টি প্রধান্য পাবে। উইন্ডোজ ১০ এ সেসব বিষয়ে ঘাটতি আছে সেগুলো আপডেট ভার্সনের মাধ্যমে উইন্ডোজকে পরিপূর্ণতা দেয়া হবে।
অবশ্য এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে পরিস্কারভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে মাইক্রোসফট উইন্ডোজ ১০ বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
মাইক্রোসফট আগেই ঘোষণা দিয়েছে ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০ এর বিনামূল্যে আপডেট সুবিধা দেয়া হবে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment