তরমুজ খেয়ে একই পরিবারের ৭ সদস্য অজ্ঞান !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 20, 2015

তরমুজ খেয়ে একই পরিবারের ৭ সদস্য অজ্ঞান !!!!!


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তরমুজ খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তরমুজ খাওয়ার পরক্ষণেই তারা অজ্ঞান হয়ে পড়েন। তাদের মধ্যে ৬ জনের জ্ঞান ফিরলেও এখনো এক শিশুর জ্ঞান ফেরেনি।

রবিবার কালীগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৩টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন- কাঠালিয়া গ্রামের শরিফুল ইসলাম (২৮), তাসমিন খাতুন (২), শান্তা ইসলাম (৭), রুহান (৯), সুমী খাতুন (৪), পারুল বেগম (৫৫) ও কল্পনা বেগম (১৮)।

অসুস্থ শরিফুল ইসলাম জানান, সকালে তিনি কালীগঞ্জ বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যায়। পরে বিকালে তরমুজটি পরিবারের ৭ সদস্য মিলে খায়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের পেট ব্যাথা আর বমি শুরু হয়। এতে তারা অজ্ঞান হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তির পর অসুস্থ ৭ জনের মধ্যে ৬ জনের জ্ঞান ফিরলেও শান্তা নামের এক শিশুর জ্ঞান এখনো ফেরেনি বলেও জানান তিনি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছে। চিকিৎসা চলছে। দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here