ফেসবুকের জটিল প্রাইভেসি সেটিংস বিষয়টিকে সহজ করতে ব্যবহারকারীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন গাইডলাইন ফেসবুকের বেসিকস পোর্টালে প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এই পোর্টালে রয়েছে ১১টি ভিজুয়াল ও ইন্টারঅ্যাকটিভ গাইডলাইন। এর মাধ্যমে জানা যাবে কীভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয় এবং তথ্য কেউ চুরি করতে চাইলে কীভাবে তা বোঝা যাবে।
‘হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিওর’ সেকশনে ইউজারদের নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ থাকবে। পাশাপাশি অ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে সেই বিষয়েও থাকবে পরামর্শ।
ফেসবুকের সিকিউরিটি সেটিংস নিয়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতেই এই নতুন গাইডলাইন বলে জানিয়েছেন, ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার মেলিসা লু-ভান। অনলাইনে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় ফেসবুক এই সুরক্ষা ব্যবস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মেলিসা।
মোট ৪০টি ভাষায় পাওয়া যাবে এই গাইডলাইন। ফোন, ট্যাবলেট, কম্পিউটার থেকে জেনে নেওয়া যাবে এই গাইডলাইন। এর মাধ্যমে ধাপে ধাপে সেটিংসগুলোতে গিয়ে পরিবর্তনগুলো দেখে নেওয়া যাবে। যারা বাংলায় এই পোর্টালটি ব্যবহার করতে চান তারা (https://www.facebook.com/about/basics) লিংকে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিংসের জায়গায় বাংলা নির্বাচন করে দিলেই বাংলায় ফেসবুক ও নতুন এই গাইডলাইন পাওয়া যাবে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ
No comments:
Post a Comment