ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা হামলা জোরদার করতে সৌদি আরব নেতৃত্বাধীন জোটকে দ্রুত আরো অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। হুথি বিদ্রোহীদের পরাজিত করতে গোয়েন্দা তথ্যও বিনিময় করতে যাচ্ছে পেন্টাগন।
ইয়েমেনে সরকারকে হটিয়ে ক্ষমতা দখলকারী হুথিদের পরাজিত করতে সৌদি জোটের সঙ্গে রয়েছে উল্লেখ করে মঙ্গলবার এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ সফররত ব্লিনকেন বলেন, ‘সৌদি আরব নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রতি সমর্থনের এ পদক্ষেপ হুথি ও তার মিত্রদের এই বার্তা দেয় যে, শক্তি প্রয়োগ করে ইয়েমেনের ক্ষমতায় যাওয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র জোটটির সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে এবং সৌদি আরবের অভিযানকে সমন্বয় করতে একটি কেন্দ্রও প্রতিষ্ঠান করা হবে।’
এদিকে, মঙ্গলবারও ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি বিমানের মাধ্যমে বোমা হামলা চালিয়েছে সৌদি জোট। ওই ঘাঁটিটি দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহির অনুগত সেনারা নিয়ন্ত্রণ করছে, যারা হুথিদের পক্ষে যুদ্ধেও শামিল হয়েছে।
অন্যদিকে, সৌদির বিমান হামলার মধ্যেও ইয়েমেনের বন্দরনগরী এডেনের রাস্তায় হুথি ও সুন্নি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদীর অনুগতদের মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস বলছে, সংঘর্ষের কারণে শহরটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এডেনের প্রতিটি রাস্তার মোড়ে সংঘর্ষ চলছে। পানি ও খাদ্যে অভাব থাকলেও ভয়ে লোক বাইরে বের হতে পারছে না। ত্রাণ কার্যক্রমেও ঠিকমতো চালানো সম্ভব হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশটিতে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ৭৪ শিশুসহ সাড়ে পাঁচ শ লোক মারা গেছে। দুই হাজার লোক আহত এবং এক লাখ লোক বাস্তুহারা হয়েছে।
তথ্যসূত্র : বিবিসি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment