জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার সন্ধ্যায় এ চিঠি পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুত্র নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুপ্রীম কোর্টের আপীল বিভাগ প্রদত্ত রায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। উক্ত রায়ে আসামি মোহাম্মদ কামরুজ্জামানকে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর আগের রায় (মৃত্যুদণ্ড) বহাল রাখেন।
কারাবিধি এবংআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ২০(৩) উপধারা অনুযায়ী উক্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। তাই উক্ত দণ্ডাদেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার বিকেলে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি শেষ- জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেই ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment