রাজধানীর পল্লবীতে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ নম্বর সেকশনের প্যারিস রোডের সি ব্লকের ১০৬ নম্বর বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে।
শুক্রবার দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী খাইরুল আলম সবুজ পালাতক রয়েছেন।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে যে কোন সময় মিতুকে শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। তবে বিকেল সাড়ে ৫টায় এ খবর লেখা পর্যন্ত সন্দেহভাজন স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পল্লবী থানার এসআই আবু সাঈদ জানান, স্থানীয় লোক মারফত খবর পেয়ে ওই বাড়ির পাশ থেকে সকালে প্লাস্টিকের সাদা বস্তায় বন্দি অবস্থায় মিতুর লাশ উদ্ধার করা হয়। নিহতরে গলায় কালো দাগ রয়েছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে নিলা ফুলা জখম রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্বামী রাতে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের জন্য বাড়ির পাশে বস্তায় ভরে ফেলে রেখে গেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে অভিযুক্ত স্বামী সবুজকে গ্রেপ্তার করতে পারলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment