নেপালে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। বৃহস্পতিবার রাতে এ ভূমিকম্পটি হয় ।
নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুপালচক জেলায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই বড় ভূমিকম্পের পর প্রায় প্রতিদিন তিন-চার বার নেপালে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment