বাড়ছে না সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 17, 2015

বাড়ছে না সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা !!!!!


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আবেদন নাকচ করে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি বলেছেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মো. আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বিশেষায়িত পদে এবং যে সব সংস্থার কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সেসব সংস্থায় উপযুক্ত যোগ্যতা সম্পন্ন লোক সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।

মাহজাবিন খালেদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত সচিব পদে ১০৪ জন, অতিরিক্ত সচিব ৬০৮, যুগ্মসচিব পদে ১ হাজার ৪০৭, উপ-সচিব পদে ১ হাজার ৪১৪ জনসহ মোট ৩ হাজার ৫৩৩ জন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে।

পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি চাকরিতে সাধারণ কোটা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। কোটা পদ্ধতি যেভাবে আছে সেভাবেই থাকবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here