বস্তির পিছিয়ে পড়া শিশুদের পড়ালেখার পাশাপাশি তাদের শিশু সুরক্ষা, যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিষয়ে সচেতন করতে শিশু সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মিরপুর আরবান উন্নয়ন কর্মসূচি।
বুধবার(১৭ জুন‘২০১৫) রাজধানীর মিরপুরে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় দোয়ারীপাড়া, ট-ব্লক, বালুরমাঠ, মিল্লাত ক্যাম্প, রহমত ক্যাম্প ও বেগুনটিলা বস্তি এলাকার বেশ কিছু শিশু।
ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা মনিকা বিশ্বাস বলেন, বস্তির পিছিয়ে পড়া শিশুদের পড়ালেখার পাশাপাশি শিশু সুরক্ষা, যৌতুক, বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার ওপর দক্ষতা বাড়ানোই হল আমাদের মূল কাজ। এ সব শিশু যেন এলাকার সমস্যার সার্বিক তথ্য ও প্রতিবেদনগুলো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে দাবি হিসেবে উপস্থাপন করতে পারে সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৯৬ জন শিশুকে এ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment