ঢাকা চিড়িয়াখানা আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 17, 2015

ঢাকা চিড়িয়াখানা আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে !!!!!


ঢাকা চিড়িয়াখানকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ইতোমধ্যে চিড়িয়াখানার জন্য ৩৩ প্রজাতির ২৪১টি নতুন প্রাণী ক্রয় এবং উদ্ধার করা জমি নিয়ন্ত্রণে আনার জন্য উন্মুক্ত অংশে সীমানা প্রাচীর নির্মাণ শুরু হয়েছে। এ সবের জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় প্রাক্কলনে একটি কর্মসূচির প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা চিড়িয়াখানাকে আরও গতিশীল আধুনিকায়ন করে রাজধানীবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে। এ নিয়ে গত ৬ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে একটি সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রাণী ক্রয়ের জন্য প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৩০ লাখ টাকা অনুমোদিত হয়নি। তবে প্রাচীর নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদিত হয়েছে। যা আগামী অর্থবছরে বাস্তবায়ন করা হবে।

ছায়েদুল হক বলেন, চিড়িয়াখানার পশুপাখির সংখ্যা বৃদ্ধি, দর্শণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ‘ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প চলতি ২০১৪-১৫ অর্থবছরে এডিপির সবুজ পাতার মধ্যে রয়েছে।

ইতোমধ্যে বুয়েটের স্থাপত্য বিভাগ কর্তৃক ডিজিটাল সার্ভে করা হয়েছে এবং বর্তমানে স্থাপত্য অধিদফতরের মাধ্যমে মাস্টার প্ল্যান ও নকশা প্রণয়নের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here