বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকেই রোজা শুরু হচ্ছে। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিট এবং ইফতার শুক্রবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে।
বুধবার সন্ধ্যায় রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে বাদ মাগরিব ১৭ সদস্যের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘আজ (বুধবার) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৮ জুন বৃহস্পতিবার শাবান মাস পূর্ণ হবে। ১৯ জুন শুক্রবার থেকে মাহে রমজান শুরু হবে।’
সেই সঙ্গে আগামী ১৪ জুলাই মঙ্গলবার লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, ‘বাংলাদেশের ৬৪টি জেলাতেই জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট জেলার চাঁদ দেখা কমিটি আছে। তাদের মতামতও আমরা গ্রহণ করি। তারাও জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
শুক্রবার থেকে রোজা শুরু হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে মাহে রমজান।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, পরিচালনা পর্ষদের সদস্য মেজবাউর রহমান চৌধুরীসহ কমিটি সব সদস্যদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের প্রতিনিধিসহ সরকারের ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment