শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর জন্য প্রত্যেকটি স্কুলে আইপি প্রিন্টার দেয়া হবে। পরীক্ষার প্রশ্নের এনক্রিপশন সেট তৈরি করা হবে। পরীক্ষা শুরু হওয়ার একঘণ্টা আগে ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশনের মাধ্যমে কেন্দ্র নিয়ন্ত্রক আইপি প্রিন্টারে প্রশ্নপত্র প্রিন্ট দিয়ে পরীক্ষার হলে সময়মত তা পৌঁছে দেবেন। এতে করে প্রশ্ন ফাঁসের মত ঘটনা ঘটবো না।
তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইসিটি এক্সপোর শেষ দিনে ‘ট্রান্সফর্মিং এডুকেশন টু ডিজিটাল’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন।
শিক্ষা সচিব বলেন, ‘অচিরেই দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির কাজ শুরু হবে। তখন শিক্ষার্থীরা তাদের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস খুলতে পারবে। এই ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানিক কাজ সম্পন্ন করতে হবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘কনটেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করেছে সরকার। দেশের প্রতিটি স্কুলেই মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপন করার কাজ শুরু হয়েছে। দেশের ২৫ হাজার কলেজে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া হবে। এসব কলেজ থেকে স্কুলগুলো তাদের প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা নেবে।
শিক্ষাসচিব জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তির কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে। সরকার ভার্চুয়াল লানিং সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে।
তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের সঞ্চালনায় সেমিনার উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিবার্হী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল, নেটস্পেসের প্রধান নিবার্হী কর্মকর্তা রাজেশ বক্সি, বিজয় ডিজিটালের প্রধান নিবার্হী জেসমিন জুই এবং চ্যাম্পস২১ডটকমের প্রতিষ্ঠাতা রাসেল টি আহমেদ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment