পদ্মাসেতু নির্মাণ কাজে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগের চটকদার বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন এলাকার ১ হাজার ৪০০ বেকার যুবকের কাছ থেকে ৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চায়না মেজর ব্রিজ সিকিউরিটি সার্ভিসের একটি প্রতারক চক্র।
তবে ওই প্রতিষ্ঠানের তিনজনকে আটক করেছে র্যাব-১ এর একটি দল। গত ২২ জুন রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আদাবরের সবুজবাগ এলাকা থেকে ওই তিন প্রতারককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক রুম্মন মাহমুদ।
তিনি জানান, পদ্মাসেতুতে চাকরি দেয়ার নাম করে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে মোট ৭ কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। চক্রটির তিনজনকে আটক করা হলেও বাকীদের ধরার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment