ঈদের বাজার দখল করতে বাজারে ঢুকছে ভারতীয় কাপড় !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 24, 2015

ঈদের বাজার দখল করতে বাজারে ঢুকছে ভারতীয় কাপড় !!!!!


ঈদের বাজার দখল করতে রাজশাহীর মার্কেটগুলোতে ঢুকতে শুরু করেছে ভারতীয় কাপড়। ইতোমধ্যে ভারতীয় শাড়ি আর পোশাক বিভিন্ন দামে ও রকমারি নামে বিক্রি হচ্ছে। আকর্ষণীয় নাম নিয়ে থাকলেও গুণের তালিকায় এখন পর্যন্ত বাংলার ঐতিহ্যবাহী জামদানী, সিল্ক ও বালু চুরির মত হরেক রকমের শাড়ি ও পোশাকগুলোই ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়।

নগরীর নিউমার্কেট, আরডিএ মার্কেট, উপশহর নিউমার্কেট ও বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায় বেশ কিছু দোকানে ভারতীয় পোশাকের উপস্থিতি। এসব পোশাক চোরাইভাবে বাজারে ঢুকেছে। নামের দিক থেকে বিখ্যাত হলেও গুণের দিক দিয়ে এরা দেশীয় পণ্যর ধারেকাছে নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীসহ ক্রেতারা।

ভারতীয় পোশাক চলে নামের গুণে। নামের কারণে খুব সহজেই ক্রেতারা আকৃষ্ট হয়। গত মওসুমে রাজশাহীর মার্কেট ভারতীয় কাপড় চলছিল ভারতীয় টিভি সিরিয়াল ও বিভিন্ন চরিত্রের নামে। এর মধ্যে ছিল পাখি, ইষ্টিকুটুম, বাহা, ফ্লোর টাচ, ক্যাটরিনা, দীপিকা, লুঙ্গি ড্যান্স নামের পোশাক। এছাড়াও ঝিলিক, আওয়ারা, হালুয়া প্রভৃতিও নামেও ক্রেতারা বুদ হয়ে ছিলো। এবারেও তেমন কিছু বাজারে লক্ষ্য করা যাচ্ছে।

বিভিন্ন রুট দিয়ে ভারতীয় কাপড় ঢুকে পড়ছে রাজশাহী মহানগরীতে। প্রধান রুট হিসেবে চোরাকারবারীরা ব্যবহার করছে রাজশাহীর আশেপাশের ও জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকা। হিলি সীমান্ত দিয়ে আসা বিভিন্ন কাপড় ট্রেনে করে খুব সহজেই রাজশাহী মহানগরীতে এসে পৌঁছে যাচ্ছে।
সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৭ পিস শাড়ি এবং ২৬ পিস লেহাঙ্গা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিত্যক্ত অবস্থায় উপজেলার হনুমপুর এলাকা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় কাপড়ের তুলনায় গুণে ও মানে দেশি কাপড় ভালো। তবে বাজারে ভারতীয় কাপড়ের উপস্থিতি দেশি বাজারের জন্য ক্ষতির কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা।
মহানগরীর আরডিএ মার্কেটের কাপড় ব্যবসায়ী রহমত আলী জানান, ঈদকে সামনে রেখে দেশি বিভিন্ন ডিজাইন আর দামের শাড়ি বাজারে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বালু চুরি, হ্যান্ডি ব্লক, টাংগাইল, জুট কাতান, সূতি, হাফ সিল্ক ও জামদানী সিল্ক, মুসলিন অ্যামব্রয়ডারি, মুসলিন শিপন, এনডি, বলাকা, জামদানী, ধুপিয়ান, র-কাতান, জয়শ্রী, স্বর্ণ কাতান, মুসলিন ব্রাশো, ঝলক কাতান। আর ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে জামদানী, সূতি, টাংগাইল, র-সিল্কের ওপর কাটোয়ার, অ্যামব্রয়ডারি ও এন্ডির মিশ্রণে হাতে বোনা সিল্ক শাড়ি। ক্রেতারা গরমের কারণে এবার সূতি শাড়িকে প্রাধান্য দিচ্ছেন। অনেকে পছন্দ করছেন টাঙ্গাইল শাড়ি। এসব কাপড়ের তুলনায় ভারত থেকে আসা কাপড়ের মূল্য অনেক বেশি। তবে টেলিভিশনের বিভিন্ন সিরিয়াল আর চরিত্রের নাম দিয়ে ক্রেতাদের মন ভোলানোর চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা।

নগরীর সাহেববাজার এলাকার কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন বাংলামেইলকে জানান, দেশি কাপড়ের চাহিদা ক্রেতাদের মধ্যে অনেক বেশি। তবে কিছু ব্যবসায়ী ভারতীয় বিভিন্ন নায়ক, নায়িকার নাম দিয়ে ভারতীয় কাপড়গুলোতে জনপ্রিয় করার চেষ্টা করছে। এতে অনেক ক্রেতা আকর্ষিত হচ্ছে।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশি কাপড় অন্য যে কোনো দেশের তুলনায় অনেক ভালো। সে কারণে দেশি পণ্যর সুনাম ছড়াতে বেশি বেশি দেশি কাপড় বিক্রির প্রতি গুরুত্ব দিতে হবে। এতে এক দিকে যেমন ক্রেতারা প্রতারিত হবে না অন্যদিকে দেশিয় কাপড় শিল্প আরো বেশি উন্নত হবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here