ভারতের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পাইস নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। এটার মডেল স্পাইস এক্সলাইফ ৪৩১কিউ। ফোনটি এন্ট্রি লেভেলের।
ফোনটির ডিসপ্লে ৪ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। এতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৫১২ র্যাম এবং ৪ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
স্মার্টফোনটির পেছনে আছে ৩.২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে আছে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় এলইডি ফ্লাশ গান রয়েছে।
এতে রিয়ার কভার এবং ফ্লিপ কভার ফ্রি দেয়া হচ্ছে। এটির ব্যাটারি ১৭৫০ মিলিঅ্যাম্পায়ারের। স্পাইস এক্সলাইফ ৪৩১কিউ স্মার্টফোনটি থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ৩ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪ হাজর ৮৯২ টাকা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment