১৮ নভেম্বর থেকে তিন সপ্তাহ বন্ধ রাখার পর অবশেষে ফেসবুকে ঢোকার গেটওয়ে খুলে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তেই ফেসবুক বন্ধ করা হয়েছিলো, আবার সরকারের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই গেটওয়ে খুলে দেয়া হয় বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল অপারেটরগুলো।
দুপুর ২টা থেকে ৩টার মধ্যেই ফেসবুক খুলে দেয়ার নির্দেশনা পৌঁছে যায় বলে জানানো হয় তাদের পক্ষ থেকে। ফেসবুক খুলে দেওয়া হতে পারে বলে বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানিয়েছিলেন।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এ ব্যাপারে মোবাইল অপারেটরদের ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ফেসবুক খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হলে তারা ফেসবুকে ঢোকার পথে বাধাগুলো সরিয়ে নেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্সে কাজের সুবিধার কথা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল সরোয়ার আলম শিকদার বলেন, সরকার কেনো ফেসবুক বন্ধ করলো, আর কেনোইবা তিন সপ্তাহ পর হঠাৎ করে খুলে দেয়া হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং সিদ্ধান্তের ব্যাপার। সরকার যখন বন্ধ করতে বলেছে বন্ধ করেছি। আবার এখন খুলতে বলেছে, তাই সাথে সাথে খুলে দিয়েছি।’
একই কথা বলেছেন রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দীন আহমেদ। তিনি বলেন, আমরা কাজ করি একটি রেগুলেটেড মার্কেটের অধীনে। তাই রেগুলেটরি কমিশনের মাধ্যমে সরকার আমাদের যা নির্দেশ দেবে আমাদের তা-ই করতে হবে।’
তবে তিনি মনে করেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু দুশ্চিন্তা ছিলো, সেজন্যই বন্ধ করা হয়েছিলো ফেসবুক এবং অন্যান্য কিছু মোবাইল অ্যাপ। এখন হয়তো সেটা কেটে গেছে মনে করে ফেসবুক খুলে দিয়েছে সরকার।
অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম. এ. হাকিম বলেন, ‘আমি মনে করি, সরকার নিরাপত্তা নিয়ে যে ভয় পাচ্ছিলো তা মিছিমিছি। আর সেটা উপলব্ধি করার পর সরকার ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দিয়েছে।’
ফেসবুক খুলে গেলেও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত ভাইবার ও হোয়াটসঅ্যাপে ঢোকার গেটওয়েগুলো বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment