মুুসলিমদের জন্য ফেসবুকের দরজা খোলা জানিয়ে তাদেরকে সুস্বাগতম জানিয়েছেন সামাজিক যোগাযোগের ভিত্তি প্রতিষ্ঠানের জনক মার্ক জাকারবার্গ।
ধর্মীয় পরিচয়ে ইহুদি জাকারবার্গ মনে করেন গোটা কয়েকজনের কৃতকর্মের জন্য শান্তিকামী মুসলিমদের ভয়ের কিছু নেই।
এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান বলেন,‘ প্যারিস কিংবা ক্যালিফোর্নিয়ায় উগ্রবাদীদের হামলার জন্য পুরো মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হতে পারে না’।
জাকারবার্গ লিখেছেন,‘ একজন ইহুদি হিসেবে আমার মা-বাবা আমাকে যেকোনো সম্প্রদায়ের ওপর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। এমনকি তা নিজের ওপর না হলেও। কারণ কারও স্বাধীনতায় হামলা আসলে সবার ওপর হামলার শামিল’।
সম্প্রতি মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি তুলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালীর মুসলিম সহিষ্ণু বক্তব্য ভীতির মধ্যে থাকা মুসলিমদের পাশে দাঁড়ানোর অনন্য নজীর।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment