নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে দেশ থেকে চিরতরে নির্মূল করতে চাই।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে র্যাব-১৩ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, মানুষের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি মহল যুবসমাজকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের সেই নীলনকশা পূরণ হতে দেব না।
বেনজীর বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ রুখে দিতে পারি, এর বড় প্রমাণ কাহারোলের মানুষ। কাহারোল থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে। জঙ্গিরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা হবে।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, রংপুর জোন র্যাব-১৩ উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন, দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমীন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল প্রমুখ।
পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে তিনি ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরদর্শন করেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment