ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন একটি প্রচারণামূলক নতুন ভিডিও প্রকাশ করেছে ইন্টারনেটে। ভিডিওটিতে দেখা যায় ‘ইসলামিক পুলিশ’ নামে তাদের একটি বাহিনী লিবীয় শহর সির্তের অভ্যন্তরে মহড়া দিচ্ছে।
আইএসের এই বিশেষ ইসলামিক পুলিশ সদস্যদের পরনে রয়েছে একই রকম ইউনিফর্ম। সাদা রঙের পিক আপ ট্রাকে নীল সাদা সাইরেন বাজিয়ে তারা মহড়া দিচ্ছেন রাস্তায়। লিবিয়ার সির্তে শহরটি আইএস দখল করে নিয়েছিল ২০১৫ সালের জুন মাসে।
প্রচারণা মূলক এই ভিডিওটিতে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনে ইসলামিক স্টেটের বাসনার একটি ছবি পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তারা যেন এই ভিডিওর মাধ্যমে পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বোঝাতে চাচ্ছেন, লিবিয়াকে শাসন করার জন্য তারাই একমাত্র যোগ্য দল।
২০১১ সালের অভ্যুত্থানে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াতে আইন এবং শৃঙ্খলার ভয়ঙ্কর রকম অবনতি ঘটেছে। লিবিয়া এখন সশস্ত্র জঙ্গিবাদী দলগুলোর আস্তানা।
কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, আইএসের দখলে থাকা সত্ত্বেও শহরের মানুষ স্বাভাবিক ভাবে রাস্তায় চলাফেরা করছে। শহরে বৈদ্যুতিক কোনো সমস্যা নেই এবং সার্বিকভাবে শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করছে।
ইসলামিক পুলিশ সদস্যদের প্রত্যেকের হাতে রয়েছে স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল এবং পরিচয় গোপন করার জন্য মুখ কালো কাপড়ে আবৃত।
লিবিয়ার সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে যে, সির্তে শহরে আইএসের নতুন নিয়োগকৃত যোদ্ধাদের বেশিরভাগই বিদেশি যোদ্ধা, বিশেষ করে সিরীয় এবং পূর্ব আফ্রিকান। সির্তের পূর্ব দিকের শহর আজদাবিয়ার তেলখনিগুলোকে লক্ষ্য করে আইএস তাদের দখল আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment