সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বন্ধু সাকিব আল হাসান যেভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে থাকেন। সেইভাবে খেলা হয়ে ওঠেনি তামিম ইকবালের। যদিও আইপিএলে পুনে ওয়ারিয়র্সে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ দলের এই বাঁহাতি হার্ড হিটার ওপেনার। তবে সেই অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি।
পরে আর ডাকও পাননি। কিন্তু সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়ানোয় তামিম ইকবালকে নিতে ভুল করেনি পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) পেশোয়ার জালমি। এই দলে আছেন পাকিস্তানের টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদিও। পিএসএলে দল পাওয়ায় দারুণ রোমাঞ্চিত তামিম।
কিছুদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বাংলাদেশের এই ঘরোয়া টি২০ টুর্নামেন্টে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তামিম ইকবাল। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে দেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহও করেন তিনি। তাই পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) দল পাওয়া নিয়ে বেশখানিকটা আত্মবিশ্বাসী ছিলেন তামিম ইকবাল।
সোমবার পিএসএলের দল পেশোয়ার জালমি বাংলাদেশের এই মারকুটে ওপেনারকে দলে টেনেছে। গোল্ড ক্যাটাগরিতে আগেই পিএসএলে তালিকাভুক্ত হয়েছিলেন তামিম। এই ক্যাটাগরির পূর্ব নির্ধারিত মূল্য হিসেবে তিনি পাবেন প্রায় ৩৮ লাখ টাকা (৫০ হাজার ডলার)।
মুস্তাফিজুর রহমানের সঙ্গে গোল্ড ক্যাটাগরিতে পিএসএলে দল পাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘পেশোয়ার জালমি আমাকে নেয়ায় তাদেরকে ধন্যবাদ। একই সঙ্গে আমি সত্যিই শিহরিত। তাই এখন চেষ্টা থাকবে ওই দলের হয়ে ভালো পারফর্ম করা। তবে থার্ড বিপিএলে যেহেতু আমি ভালো খেলেছি। তাই বিপিএলের ওই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখার চেষ্টা করব।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলংকার এসএলপিএল, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ঘরোয়া টি২০তে খেলেছেন তামিম। আইপিএলে দলে থাকলেও খেলা হয়নি। তাই এবার পিএসএলে ব্যাট হাতে আলো ছড়াতে চান বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment