ইসলাম ধর্ম নারীদের সুযোগ দিয়েছে, সম্মান দিয়েছে। ইসলাম নারীকে সম্পদের অধিকারও করে দিয়েছে, যা অন্য কোনো ধর্মে নেই। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘অধিকার
মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ শীর্ষক আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইসলাম ধর্ম
নারীকে সম্পদের অধিকার করে দিয়েছে। এ ধর্মে স্বামীর এবং পিতার সম্পত্তিতে
নারীদের অধিকারের কথা বলা হয়েছে। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বিবি
খাদিজা। ইসলামে প্রথম শহীদও ছিলেন একজন নারী তিনি বিবি সুমাইয়া।’
শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর
নির্যাতিত মা-বোনেরা কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন। বঙ্গবন্ধু সরকার
তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। অনেক নির্যাতিতা মহিলাকে সামাজিকভাবে
প্রতিষ্ঠা করেছেন। তাদের বিয়ের ব্যবস্থা করেছেন।’
তিনি বলেন, ‘বিয়ের সময় নাম লিখতে হয়। কিন্তু
তখন অনেক পিতা আত্মসম্মানের ভয়ে তার সম্ভ্রমহারা মেয়ের পরিচয় দিতে চাননি।
তখন বঙ্গবন্ধু বলেছিলেন- পিতার নাম লিখে দাও শেখ মুজিবুর রহমান। পিতার
ঠিকানা ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ি। আমার মাও দাঁড়িয়ে থেকে অনেক মেয়েকে বিয়ে
দিয়েছেন।’
নারীরা মর্যাদা ও ন্যায্য মজুরি থেকে
বঞ্চিত, যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগেও নারীরা ক্ষতিগ্রস্ত হয় বেশি এমন
মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে।
তবে নারীদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে হবে।
নিজের কর্ম এবং আত্মবিশ্বাসের মধ্য দিয়ে নিজেদের মর্যাদা নিজেকেই
প্রতিষ্ঠিত করতে হবে।’
মেয়েরা আর্থিক ভাবে স্বচ্ছল হলে সংসার-সমাজ
সবাই তাকে দাম দেবে এ কথা বলে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘সংসার সুখের
হয় রমণীর গুণে। মেয়েরা ঘরে ও বাইরে সবই পারে এটা তাকে প্রমাণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের সবার উন্নতি
ছাড়া দেশ উন্নত হতে পারে না। নারী–পুরুষের সম্মিলিত শ্রম ও মেধা দিয়ে আমরা
বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবো।’
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment