উন্নয়নে ডিজিটাল ব্যবহারে এনালগ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 8, 2016

উন্নয়নে ডিজিটাল ব্যবহারে এনালগ !!!!!


উন্নয়ন হবে ডিজিটাল, ব্যবহার হবে এনালগ- এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের উন্নয়ন এবং উন্নয়নের ব্যবহারের মধ্যে অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য আছে। কিছুদিনের মধ্যেই এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত জোড়া বাস চলবে। মাত্র ২০ মিনিটে আসা যাওয়া করা যাবে। নারীদের ড্রাইভিং পেশায় আশার আহ্বান জানাচ্ছি আমি। কারণ, নারীরা বেপোরয়া হয় না। দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিআরটি নারী ড্রাইভার নিয়োগের জন্য সুপারিশ করছি। নারীরা বিমান চালায়, আকাশে উড়ে, মেয়েরা ডিসি-এসপি আছে। সচিবালয়ে নারী অতিরিক্ত সচিবও আছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে নারীরা কোথাও পিছিয়ে নেই।’

মঙ্গলবার বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার হলে ‘ডিজিটাল ইনোভেমন চ্যালেঞ্জ ফর উইমেন’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ফুড হ্যাভিট, প্রথম রানার আপ এআর কিড্স ও দ্বিতীয় রানার আপ ব্রেক ফ্রি’র দলনেতাদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন মন্ত্রী।

নারীদের নিয়ে সর্বপ্রথম অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কথা কম, কাজ বেশি। কিন্তু আমার মনে হয় কাজের চেয়ে কথাই বেশি হয়। ভাল কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারলে আমাদের দেশটা অনেকটাই এগিয়ে যেত।’ ভাল কাজের দৃষ্টান্ত স্থাপন করতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের ভাল কাজ ও ভাল মন নেই। শিক্ষকদের সম্মান করা হয় না। অনেক সময় গুলিও খেতে হয় শিক্ষকদের। উন্নয়ন হবে ডিজিটাল, আর ব্যবহার করবেন এনালগ। তিন ঘণ্টা মঞ্চে বসে সময় নষ্ট না করে সরেজমিনে থাকলে জানজট আরো কম হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বের ১৭তম বৃহৎ পদ্মাসেতু চালু হতে যাচ্ছে। মেট্রোরেলের কাজও শুরু হয়েছে। উত্তরা থেকে ৩০ মিনিটে মতিঝিল যাওয়া যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই মেট্রোরেল যাতায়াত করবে। হচ্ছে উড়াল সড়কও। রাজধানীতে আর কোনো যানজট থাকবে না। ঢাকায় পাতাল রেল আসছে। সমীক্ষার কাজও আমরা শুরু করেছি। সাময়িকভাবে যানজট নিরসনে ঢাকার দুই মেয়র ভাল কাজ করছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে ইউপি নির্বাচন শুরু হচ্ছে। পুরুষরা নিজেরা রাজনীতি করেন, ঘরের মহিলাদের চুপ থাকতে বলেন। পুরুষদের নারীর আরো নিবেদিত হতে হবে। আমি যেখানে যাই সেখানেই ইউএনও মহিলা। এ ক্ষেত্রে নারী-পুরুষ সমান তালে আছে।’

নারীদের প্রতিনিধিত্বমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণে সুযোগ করে দিতে পুরুষদের সহযোগিতামূলক মনোভাব নিয়ে এদিয়ে আসার আহবান জানান মন্ত্রী। তৃণমূলের সব দলে নারীরা উপেক্ষিত। পুরুষরা নারীদের অবহেলা করে এগিয়ে আসতে দেয় না বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তাতে বড় অবদান রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়। অল্প দিনের মধ্যে বাংলাদেশ একটা শক্ত অবস্থানে এসে দাঁড়াবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ওমেন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. ইয়াসমিন হক ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যাপস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির প্রমুখ।

উল্লেখ্য, দেশের নারীদের প্রযুক্তি ব্যবসায় আগ্রহী করে তোলার লক্ষ্যে ওমেন অ্যান্ড ডিজিটাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ইনোভেশন ফর ইউমেন ২০১৬ এর আয়োজন করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সারাদেশের ২৪৮ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের সর্বমোট ৪৯টি প্রজেক্ট ছিলো।  

৪৯টি প্রজেক্টের মধ্যে বিচারক ও মেন্টররা ৩২টি প্রজেক্ট বাছাই করেন যাদের নিয়ে গত ২০ ফেব্রয়ারী প্রথম রাউন্ড শুরু হয়। এরপর মেন্টরিংয়ের মাধ্যমে তাদের প্রজেক্টগুলোকে আরো শাণিত করা হয়। ২৭ ফেরুয়ারি দ্বিতীয় রাউন্ডে ২১টি টিম প্রতিযোগিতা করে এবং ১৩টি টিমকে ফাইনালে প্রতিযোগিতা করার জন্য বাছাই করা হয়।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিতহয়।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here