শহীদ জিয়া শিশু পার্ক সরছে না !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 8, 2016

শহীদ জিয়া শিশু পার্ক সরছে না !!!!!



রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক স্থানান্তরের কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় তা সরানো হচ্ছে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান।

জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সভায় গৃহায়ণ ও গণপূর্তিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চে যেখানে ভাষণ দিয়েছেন, সেই স্থানটিকে রক্ষা করার জন্য আমরা সেই স্থান চিহ্নিত করেছি। আমরা সেখানে তার মূর্তি স্থাপন করে জাতিকে দেখাব। এখানে যে স্বাধীনতা স্তম্ভ করা হয়েছে, সেটা চতুর্দিক থেকে দেখা যায় না। এটা যেন প্রত্যেকে দেখতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য দেশের স্বাধীনতা স্তম্ভ যেমন সবদিক থেকে দেখা যায়, আমরা এটাও সেরকম করে দেব।’

তিনি আরো বলেন, ‘অনেক ষড়যন্ত্র হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক গাছ লাগানো হয়েছে, যাতে স্বাধীনতার স্তম্ভটা দেখা না যায়। আর যেখানে হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই স্থানটিকেও আমরা চিহ্নিত করেছি, যাতে আমাদের নতুন প্রজন্ম সেই ইতিহাস জানতে পারে। আমাদের প্রধানমন্ত্রী বিশাল হৃদয়ের মানুষ। উনি বলেছেন, শিশু পার্ক ওখান থেকে সরানো যাবে না। কারণ শিশুরা এসব দেখবে এবং শিখবে- কোথায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল এবং কোথায় সেই পাকিস্তানি বাহিনী স্যারেন্ডার (আত্মসমপর্ণ) করেছে।’

ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত শাহবাগ শিশু পার্কটি শহীদ জিয়া শিশু পার্ক বা ঢাকা শিশুপার্ক হিসেবেও পরিচিত। ১৯৭৯ সালে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ প্রতিষ্ঠিত হয়। শিশুদের বিনোদনের জন্য এই শিশু পার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে উঠা এ পার্কের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে ঢাকা সিটি করপোরেশন। পার্কটিতে ১২টি রাইড আছে। এখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড আছে। ১৯৯২ সালে এ পার্কে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটি জেট বিমান দেওয়া হয়।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here