জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষদের নিয়ে শিক্ষা সমাবেশ ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে তার অফিস সংলগ্ন কক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসপ্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা শেষে উপাচার্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এতে অন্যান্যের মধ্যে প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও প্রফেসর ড. মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে আগামী ২৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষা সমাবেশ’ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment