সৌদি আরবের ‘কুখ্যাত সন্ত্রাসী’ আবদুল্লাহ বিন মির্জা আলী আল-কালাফকে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছেন। সোমবার বিকেলে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।
আবদুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর মতো বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সৌদি কর্তপক্ষের। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার ওপর নজর রাখা হচ্ছিল। সোমবার ভুয়া লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে যাওয়ার সময় আওয়ামিয়া শহর এবং কুদাইয়াহর মাঝখানে তাকে হত্যা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, আবদুল্লাহর ওপর নজর রেখে দেখা গেছে, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি আবদুল্লাহ। বরং সরাসরি গুলি চালাতে থাকেন।
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, বাধ্য হয়েই আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হননি।
সূত্র : আরব নিউজ
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment