ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষঃ হাথুরুসিংহে - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 14, 2018

ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষঃ হাথুরুসিংহে

নিজেদের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী সে কথা সবাই জানে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গতকালই বাংলাদেশে পৌঁছে গেছে শ্রীলঙ্কা দল। দেশ ছাড়ার আগে শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথইউজও স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা ভীষণ চ্যালেঞ্জের। বিগত কয়েকটি সিরিজের মধ্যে ঘরের মাঠে তারা মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’
ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন লঙ্কান অধিনায়কের পাশে বসে হাথুরুও বলে উঠলেন ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল ও কঠিন প্রতিপক্ষ।’
ইতিহাস জানাচ্ছে হাথুরুর কোচিংয়ে বাংলাদেশ দল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তির দেশগুলোকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এই সময়ের মধ্যে একটি মাত্র সিরিজ হারের রেকর্ড আছে সেটা ইংল্যান্ডের বিপক্ষে। সেই সাফল্যের সুখ স্মৃতি চারণ করতে গিয়ে ক্ষানিক আপ্লুত হাথুরু বলে বসেন, ‘গত সাড়ে তিন বছর আমরা ঘরের মাঠে একটি ছাড়া সবগুলো সিরিজই জিতেছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে বলেন, আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ।’
শ্রীলঙ্কার কোচ হিসেবে নিজের প্রথম সিরিজে সাবেক শিষ্যদের পাচ্ছেন হাথুরুসিংহে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নিজেদের প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here